Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ অক্টোবর ২০১৭

নওগাঁর পত্নীতলায় রবি প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন মাননীয় হুইপ মহোদয়


প্রকাশন তারিখ : 2017-10-29

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে রবি মৌসুমের প্রনোদনার সহায়তা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আব্দুল মালেকের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা-ধামুইরহাট) আসনের সাংসদ ও  জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জনাব মনোজিত কুমার মল্লিক এবং বিএমডিএর পত্নীতলা জোনের নির্বাহী প্রকৌশলী জনাব মো: আব্দুল মালেক চৌধুরী।

 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, পত্নীতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব প্রকাশ চন্দ্র সরকার। তিনি বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকারের কৃষি পূর্নবাসন কর্মসুচীর আওতায় চলতি বছরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে ভুট্টা, সরিষা, মুগ ও বিটি বেগুন চাষ বৃদ্ধি কল্পে ১ বিঘা জমিতে ভুট্টা আবাদের জন্য ২ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সরিষা আবাদের জন্য ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও মুগ চাষে বীজ ৫ কেজি, ১০ কেজি হারে ডিএপি ও এমওপি এবং বিটি বেগুন চাষে বীজ ২০ গ্রাম, ১৫ কেজি হারে ডিএপি ও এমওপি সার প্রদানের ব্যবস্থা নিয়েছে। উক্ত প্রনোদনার আওতায় পত্নীতলা উপজেলায় ভুট্টা ১৩০ বিঘা আবাদের জন্য ১৩০ জন, সরিষা ৭০০ বিঘা আবাদের জন্য ৭০০ জন, মুগ ১০০ বিঘা আবাদের জন্য ১০০ জন এবং বিটি বেগুন ২ বিঘা আবাদের জর‌্য ২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রনোদনা সহায়তা প্রদান করা হচ্ছে। এই সকল সরকারী প্রনোদনার সহায়তা কাজে লাগিয়ে ভুট্টা, ডাল, তেল ও বেগুন ফসল বৃদ্ধিতে এগিয়ে আসার জন্য প্রনোদনা গ্রহনকারী কৃষকদের অনুরোধ জানান।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য ও পুষ্টি চাহিদা দিন দিন বেড়ে চলেছে। দেশের এই খাদ্য ও পুষ্টি চাহিদা মিটাতে ধান উৎপাদনের পাশাপাশি ভুট্টা, ডাল, তেল ও বেগুন ফসলে আবাদ বাড়িয়ে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে হবে। কারণ বন্যার পরে স্বল্প মেয়াদী এই সকল ফসল দ্রুত চাষ করা সম্ভব। তাই বর্তমান সরকারের এই প্রনোদনার সহায়তা কাজে লাগিয়ে ভুট্টা, ডাল ও তেল ফসলের চাষ বৃদ্ধির আহ্বান জানান। পরিশেষে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে কৃষকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে রবি ফসল উৎপাদন ও কৃষি উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।


বিশেষ অতিথি উপপরিচালক মহোদয তার বক্তব্যে বলেন, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা সহায়তা কাজে লাগিয়ে ভুট্টা, ডাল, তেল  ও বেগুন ফসল আবাদ বৃদ্ধি মাধ্যমে কৃষি ক্ষেত্রে সার্বিক অবদান রাখার জন্য সকল কৃষকদের অনুরোধ জানান।


প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১১০০ জন প্রণোদনা সহায়তাগ্রহনকারী  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।